২৯ জানুয়ারী, ২০২২ ১১:৩১ এএম

বিশ্বে একদিনে করোনায় ১০,২৬৬ জনের মৃত্যু

বিশ্বে একদিনে করোনায় ১০,২৬৬ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬ লাখ ৬৭ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ কোটি এক লাখ ৮০ হাজার ৫৭৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৩৪৮ জন। এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬০৪ জন।

আজ শনিবার (২৯ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ১৩ হাজার ৮৩৩ জন। একই সময়ে মারা গেছেন দুই হাজার ৬৮৩ জন। 

এ ছাড়া একই সময়ে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫৩ হাজার ৫০৩ এবং মারা গেছেন ২৬৩। এরপরই ভারতে একই সময়ে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩২ হাজার ১৪২ এবং মারা গেছেন ৮৬২ জন।

এদিকে একই সময়ে ব্রাজিল আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ২৩৯ এবং মারা গেছেন ৭৭৯ জন। এরপরই একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের তালিকায় রয়েছে জার্মানি, ইতালি, স্পেন এবং রাশিয়া। 

জার্মানিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৯ হাজার ৪৬৪ এবং মৃত্যু ১৭৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮৯৮ এবং মারা গেছেন ৩৭৮। স্পেনে আক্রান্ত হয়েছেন এক লাখ ১৮ হাজার ৯২২ এবং মারা গেছেন ১৯৯। রাশিয়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪০ এবং মারা গেছেন ৬৭৩ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও