দেশে ৬৭ ভাগ মৃত্যু অসংক্রামক রোগে

মেডিভয়েস রিপোর্ট: দেশে ৬৭ ভাগ মৃত্যুর জন্য অসংক্রামক রোগ (এনসিডি) দায়ী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি ও উদ্বেগের কারণ অসংক্রামক রোগ।
আজ বুধবার (২৬ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত প্রথম জাতীয় এনসিডি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ভার্চয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ২০ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে, ১০ ভাগ ডায়াবেটিস এবং প্রায় ২০ লাখ মানুষ ক্যানসারে ভুগছে। এর সঙ্গে নতুন করে প্রতি বছর যোগ হয় আরও ৫০ হাজার।
জাহিদ মালেক বলেন, এজন্য জীবন যাত্রা, খাদ্যাভ্যাস, ওবিসিটি, তামাকের ব্যবহার, পরিবেশ দূষণ, অপর্যাপ্ত কায়িক পরিশ্রম এবং ওষুধের অপব্যবহার দায়ী। এ অবস্থায় এনসিডি প্রতিরোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে নিয়মিত চেকআপ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠার আগে নির্ণয় করা গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে চিকিৎসা সুবিধা বাড়ানো ও প্রশিক্ষিত জনবল প্রয়োজন।
অসংক্রামক রোগ প্রতিরোধে সরকার খাতভিত্তিক প্রোগ্রাম নিয়েছে জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, ‘দেশের আট বিভাগে ক্যানসার, কিডনি ও হৃদরোগের হাসপাতাল স্থাপন করা হচ্ছে। দেশের সব জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিট স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে উপজেলাসহ দেশের সব হাসপাতালে এনসিডি কর্নার করা হয়েছে।’
এই কনফারেন্স আয়োজনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরসহ উদ্যোক্তা দুই ফোরামকে ধন্যবাদ জানান মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানা।
-
১৫ নভেম্বর, ২০২৩
-
৩০ অগাস্ট, ২০২৩
-
১৬ জানুয়ারী, ২০২৩
-
১৮ ডিসেম্বর, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
২৬ জানুয়ারী, ২০২২
-
০১ নভেম্বর, ২০২১