বিএসএমএমইউ’র রেসিডেন্সি প্রোগ্রামে ৫ শিক্ষার্থীর যোগদান গৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বি কোর্সে বেসরকারী শিক্ষার্থীগণের যোগদান গৃহীত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সেপ্টেম্বর ২০২১ ইং শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বি কোর্সে নিম্নবর্ণিত বেসরকারী শিক্ষার্থীগণের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক-কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে।’
‘অধ্যায়নশীল সময়ে প্রাইভেট প্রাকটিস, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ভিজিটিং কার্ড/প্যাডে অধ্যায়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না,’ বলে প্রজ্ঞাপনে বলা হয়।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক, অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।