ঢাকার বাইরে প্রথম লিভার ক্যান্সারের ‘টেইস’ স্থাপন

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার বাইরে প্রথমবারের মতো সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের উদ্যোগে লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসা ট্রান্সআর্টারিয়াল কেমোএ্যাম্বোলাইজেশন বা ‘টেইস’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সিলেটের নর্থইস্ট হাসপাতালে প্রথমবারের মতো একজন রোগীর লিভারের ‘টেইস’ করা হয়েছে।
এ উপলক্ষে ওইদিন নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডা. মামুন আল মাহতাব বলেন, ‘এদেশে ক্যান্সার জনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হচ্ছে লিভার ক্যান্সার। বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত অনুযায়ী দেশে প্রতিবছর যে পরিমাণ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করেন, তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ লিভার ক্যান্সারের কারণেই মারা যান।’
তিনি আরও বলেন, ‘লিভার ক্যান্সারের রোগীদের জন্য টেইস হচ্ছে একটি সুখবর। হার্টের বিশেষজ্ঞরা যেভাবে ক্যাথল্যাবে হার্টের ব্লক হওয়া ধমনীতে স্টেন্ট পরিয়ে রক্ত চলাচল পুনরায় চালু করে দেন। লিভার বিশেষজ্ঞরাও একইভাবে ক্যাথল্যাবে লিভারের ধমনীর মাধ্যমে লিভার ক্যান্সারের টিউমারগুলোতে সরাসরি কেমোথেরাপি প্রয়োগ করে, সেই রক্তনালীকে বন্ধ করে দেন। এর ফলে শরীরের অন্য কোথাও ক্যান্সার ছড়াতে পারে না।’
