২৫ জানুয়ারী, ২০২২ ১২:১৩ পিএম

টিকার আওতায় এক কোটি ৩৫ লাখ স্কুল শিক্ষার্থী

টিকার আওতায় এক কোটি ৩৫ লাখ স্কুল শিক্ষার্থী
সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছবি:সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে এখন পর্যন্ত এক কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৬৬৬ জন স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।। দ্বিতীয় ডোজ পেয়েছে ১৬ লাখ ৬১ হাজার ৮২৬ জন।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ১০ লাখ ৫৩ হাজার ২৯১ ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ২৮৬ জনকে।

প্রসঙ্গত, গত বছরের ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

এছাড়া দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ কোটি ৪৭ লাখ ৩ হাজার ২৯৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৯১ লাখ ৮ হাজার ৫৩৯ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক