২৩ জানুয়ারী, ২০২২ ০৯:৪৪ পিএম

বই মেলায় আসছে ডা. এমরানের ‘এক্সোপ্লানেটের সাতকাহন’

বই মেলায় আসছে ডা. এমরানের ‘এক্সোপ্লানেটের সাতকাহন’
ডা. এমরান আহমেদ বলেন, রাতের আকাশের মিটিমিটি করে জ্বলতে থাকা ওই তারাগুলোর দিকে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি। কিন্তু কীভাবে তাদের জন্ম হয়? সারাজীবন তারা কী একই রকম থাকে? নাকি তাদেরও মৃত্যু বা পুনর্জন্ম ঘটে? মহাকাশে পাঠানো হাবল টেলিস্কোপের কল্যাণে বিভিন্ন মহাজাগতিক বস্তুর ছবি আজ আমরা ঘরে বসেই দেখতে পারছি।

মেডিভয়েস রিপোর্ট: এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাবে ডা. এমরান আহমেদের লেখা ষষ্ঠ বই ‘এক্সোপ্লানেটের সাতকাহন’। ইতিমধ্যে অনুপম প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।

বইটি লেখার অভিজ্ঞতা সম্পর্কে ডা. এমরান মেডিভয়েসকে বলেন, ‘লিখতে আমার বরাবরই ভালো লাগে। এই দেশে গল্প, উপন্যাস নিয়ে অনেকেই কাজ করছেন। কিন্তু বিজ্ঞান নিয়ে হাতে-গোনা কিছু কাজ হচ্ছে,  অনেকটা অবহেলিতই বলতে পারেন। বিজ্ঞানের বিভিন্ন সাম্প্রতিক আবিষ্কার, তার প্রয়োগ বিষয়ে সবর্সাধারণের কিছুটা হলেও জানা প্রয়োজন। 

তিনি আরও বলেন, একজন বিজ্ঞানের ছাত্র এবং চিকিৎসক হিসেবে সেই দায়বদ্ধতা থেকেই বিজ্ঞান নিয়ে কিছু লিখবার চেষ্টা। করোনা ভাইরাসসহ নানা ধরনের মহামারী আমাদের দরজায় কড়া নাড়ছে। কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতার মুখোমুখি আমি হয়েছি। সে সব অভিজ্ঞতার কিছুটা এক্সোপ্লানেটের সাতকাহন বইটিতে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আশা করছি, প্রবন্ধগুলো সবার ভাল লাগবে, তারা নতুন কিছু তথ্য জানতে পারবেন।

বই পরিচিতি

বইটি সম্পর্কে লেখক বলেন, রাতের আকাশের মিটিমিটি করে জ্বলতে থাকা ওই তারাগুলোর দিকে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি। কিন্তু কীভাবে তাদের জন্ম হয়? সারাজীবন তারা কী একই রকম থাকে? নাকি তাদেরও মৃত্যু বা পুনর্জন্ম ঘটে? মহাকাশে পাঠানো হাবল টেলিস্কোপের কল্যাণে বিভিন্ন মহাজাগতিক বস্তুর ছবি আজ আমরা ঘরে বসেই দেখতে পারছি।

তিনি আরও বলেন, এই টেলিস্কোপের ইতিহাস এবং কার্জপদ্ধতি সম্পর্কে আমরা কতটুকু জানি? মঙ্গল গ্রহে এখন পর্যন্ত প্রাণের গ্রহণযোগ্য অস্তিত্ব আবিষ্কৃত হয়নি। তাহলে সেখানকার মাটিতে জৈবগ্যাস মিথেনের অস্তিত্ব আমাদের মনে কি নতুন প্রশ্নের জন্ম দেয় না? আদিমযুগে পৃথিবীর মরুভূমির বুকে চারপেয়ে হিংস্র তিমি ঘুরে বেড়াত। জী, চারপেয়ে উভচর তিমি, আপনি ভূল শুনেননি! এতকাল আমরা ব্যাকটেরিওফাজের কথা শুনে এসেছি। কিন্তু তাই বলে ভাইরাসখেকো অনুজীবের কথা কখনও শুনেছেন?

ডা. এমরান বলেন, প্রাচীনকালের সব ঘুমিয়ে থাকা অনুজীব মেরু অঞ্চলের বরফ গলে আবার জেগে উঠছে। তারা কি পৃথিবীতে নতুন করে মহামারীর সূচনা করবে? পৃথিবীর বাইরে বসবাসযোগ্য এক্সোপ্লানেটের অস্তিত্ব কি আসলেই রয়েছে? থাকলে সেখানে কি এলিয়েনদের থাকবার কোনো সম্ভাবনা আছে? এই বইতে এমন সব গল্প আপনাদের শুনাতে চাই। এসব আসলে কোন গল্প নয়, এগুলো বিজ্ঞান। পিউর সায়েন্স।

একনজরে লেখক পরিচিতি:

এমরান আহমেদ, পেশায় একজন চিকিৎসক। জন্ম ১৩ অক্টোবর, ১৯৮৮ কুষ্টিয়ায়। খুলনার বিদুৎকেন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরে খুলনার নৌবাহিনী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি খুলনা মেডিকেল কলেজে থেকে এমবিবিএস সম্পন্ন করেন। একটি স্বনামধন্য মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিন বিভাগে প্রভাষক হিসেবে ডা. এমরানের কর্মজীবনের শুরু।

বর্তমানে ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সরকারের সহকারী সার্জন পদে কুষ্টিয়া জেলায় কর্মরত আছেন তিনি। মহাকাশবিদ্যা, আর্কিয়োলজি নিয়ে তাঁর প্রচণ্ড আগ্রহ। মেডিকেলে পড়াশোনার সময় তাঁর লেখালেখির শুরু। বর্তমানে তিনি বিজ্ঞানচিন্তা ও রহস্যপত্রিকাসহ বেশ কিছু স্বনামধন্য পত্রিকা এবং অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। মহাজাগতিক প্রাণের খোঁজে নামে তার একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া মাইল এইট্টি ওয়ান এবং আইসফল নামে দুটি অনুবাদ গ্রন্থ রয়েছে তাঁর। প্রকাশিত হয়েছে গল্প সংকলন, এনাটমি ডিসেকশন রুম। প্রখ্যাত বিজ্ঞানলেখক ড. ফারসীম মান্নান মোহাম্মদীর সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন এলিয়েন: কল্পনা ও বাস্তব।

একুশে গ্রন্থমেলা শুরু হওয়ার পর মেলায় পাওয়া যাবে ‘এক্সোপ্লানেটের সাতকাহন’।

প্রচ্ছদ: ধ্রুব এষ

অনুপম প্রকাশনী

মুদ্রিত মূল্য: ১৫০ টাকা।

প্রকাশকাল: বইমেলা ২০২২

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অমর একুশে বইমেলা
  এই বিভাগের সর্বাধিক পঠিত