২৩ জানুয়ারী, ২০২২ ০৪:০৩ পিএম
খুমেকে বোনস লাইব্রেরি উদ্বোধন

এ লাইব্রেটি খুমেকের একাডেমিক বিল্ডিং এর তৃতীয় তলায় স্থাপন করা হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজে (খুমেক) মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অস্থি বা হাড় দিয়ে সাজানো গোছানো বোনস লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে খুমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ এবং উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ ফিতা কেটে এ লাইব্রেরি উদ্বোধন ঘোষণা করেন।
এ লাইব্রেটি খুমেকের একাডেমিক বিল্ডিং এর তৃতীয় তলায় স্থাপন করা হয়েছে। এই লাইব্রেরিতে মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অস্থিসমূহ প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে একাডেমিক কো অর্ডিনেটর অধ্যাপক ডাঃ বাপ্পা গৌতম, এনাটমি বিভাগের ডাঃ মহিবুল হাসান, ডাঃ সমিনা আজাদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
এই বিভাগের সর্বাধিক পঠিত
