শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের পেডিয়াট্রিক রেসপাইরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১ এর ৯ (১) ধারা মোতাবেক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক, পেডিয়াট্রিক রেসপাইরেটরি মেডিসিন বিভাগকে আদেশ জারির তারিখ থেকে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।
