২১ জানুয়ারী, ২০২২ ০৪:০২ পিএম
ঢাবিতে ক্লাস চলবে অনলাইনে, হল খোলা থাকবে

আজ শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য জানান।
মেডিভয়েস রিপোর্ট: নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দুই দফায় বিধিনিষেধ আরোপ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সিদ্ধান্তের সাথে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। তবে সেশনজট নিরসনে অনলাইন ক্লাস চলমান থাকবে।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।
উপাচার্য বলেন, শিক্ষার্থীরা যে যেখানে আছে সেখানেই যেন নিরাপদ থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করে। ক্লাস অনলাইনে চলবে। পাশাপাশি সীমিত পরিসরে অফিস খোলা রাখা হবে। আমাদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
এই বিভাগের সর্বাধিক পঠিত