২০ জানুয়ারী, ২০২২ ০৬:৩৮ পিএম

দেশে প্রথমবার এলো জনসনের টিকা

দেশে প্রথমবার এলো জনসনের টিকা
জনসনের এই টিকা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ৬টি কোম্পানির করোনার টিকা পেয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে প্রথমবারের মতো এলো জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের মাধ্যমে তিন লাখ ৩৬ হাজার ডোজ এই টিকা পেয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জনসনের টিকা এই প্রথম বাংলাদেশে এসেছে। এই টিকা অন্যান্য টিকার মতোই সংরক্ষণ করা যাবে।

জনসনের এই টিকা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত ৬টি কোম্পানির করোনার টিকা পেয়েছে। 

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাকের টিকা এসেছে দেশে। এসব টিকা দিয়েই সরকার দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

জনসন টিকা অন্য টিকার মতো দুই ডোজ দিতে হবে না, এক ডোজের জন্য এই টিকা তৈরি করা হয়েছে। তবে পরবর্তীতে বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে।

গত বছরের জুন মাসেই যুক্তরাষ্ট্রের কোম্পানি জনসনের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক