২০ জানুয়ারী, ২০২২ ০৪:৫০ পিএম

নোয়াখালীতে র‌্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

নোয়াখালীতে র‌্যাবের অভিযানে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

মেডিভযেস রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামের এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমি সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন পরিচয়ে মেডিসিন, শিশু ও চক্ষুরোগী দেখার অপরাধে (ভুয়া ডাক্তার) সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিবন্ধনকৃত না হয়েও নিজেকে ডাক্তার বা সার্জন হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে প্রতারণমূলকভাবে টাকা গ্রহণ করে আসছেন বলে স্বীকার করেছেন।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর নাজিরপুর গ্রামের কাজী বাড়ির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার মো: সাদ্দাস হোসেন (২৮) সুবর্ণচর উপজেলার ৫ নম্বর চর জুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবাগ্যা গ্রামের মো: খলিল উল্লাহর ছেলে। এ সময় তার হেফাজত থেকে ১টি স্টেথোস্কোপ, ১টি সাদা কাগজের বাক্সে ১০টি চশমা, ১টি আইডি কার্ড, রোগী দেখার ভুয়া প্রেসক্রিপশন, ২টি ভুয়া ভিজিটিং কার্ড, সাংকেতিক চিহ্ন সম্বলিত চোখের দৃষ্টি পরীক্ষার ১টি ভিশন কার্ড, ১টি ভুয়া চিকিৎসা প্যাড, দুই সিমযুক্ত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গ্রেফতার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইনে মামলা রুজু করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক