১৯ জানুয়ারী, ২০২২ ০৩:৪৯ পিএম

করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়েছে: প্রধানমন্ত্রী

করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়েছে: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ক্রমেই বেড়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সবাই সতর্ক থাকবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন।

আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিএসসিএসসি কোর্স ২০২১-২০২২ এর গ্রাজুয়েশন সেরেমনিতে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি অনুরোধ জানাচ্ছি, করোনার আবার নতুন ভেরিয়েন্ট দেখা দিয়েছে, কাজেই সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক