১৭ জানুয়ারী, ২০২২ ০৩:৩৯ পিএম
মেডিসিনে এফসিপিএস পার্ট-১ পাস চিকিৎসক নেবে ঢামেক

মেডিসিন বিভাগ এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করা কয়েকজন অনারারি মেডিকেল অফিসার নিযুক্ত করা হবে। ছবি: প্রতীকী
মেডিভয়েস রিপোর্ট: অনারারি মেডিকেল অফিসার হিসেবে মেডিসিনে এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করা বেশ কয়েকজন চিকিৎসককে নিয়োগ দেবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
আজ সোমবার (১৭ জানুয়ারি) ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যপক ডা. মো. হাফিজ সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে জানুয়ারি ১ থেকে জুন ২০২১ সেশনে এফসিপিএস পার্ট-১ পাস করা বেশ কয়েকজন চিকিৎসক অনারারি মেডিকেল অফিসার হিসেবে আগ্রহ প্রকাশ করলেও যোগদান করতে পারেননি। তাদের সুবিধার্থে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ এফসিপিএস পার্ট-১ সম্পন্ন করা কয়েকজন অনারারি মেডিকেল অফিসার নিযুক্ত করা হবে।
আগ্রহীদের পার্ট-১ পাসের প্রমাণসহ আবেদনপত্র চলতি মাসের ২০ তারিখের মধ্যে অফিস সহকারী আবু বকরের কাছে জমা দিতে বলা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
এই বিভাগের সর্বাধিক পঠিত

উচ্চ-বেতন ও নিরাপদ জীবন
ডাক্তার হিসেবে মালয়েশিয়া-সিঙ্গাপুর যেতে চাইলে
