১৬ জানুয়ারী, ২০২২ ০৩:১১ পিএম
সলিমুল্লাহর তিন প্রফের শিক্ষার্থীদের ২০ জানুয়ারির মধ্যে ফরম পূরণের নির্দেশ

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেলিন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: বিডিএস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফরম পূরন আগামী ২০ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
আজ রোববার (১৬ জানুয়ারি) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেলিন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘এতদ্বারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিডিএস (নতুন কারিকুলাম) মে-২০২১ (নিয়মিত) অনুষ্ঠিতব্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক দেশি ও বিদেশি ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ জানুয়ারি মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় www.ducmc.com এই লিংকে প্রবেশ করে অনলাইন ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করে স্বাস্থ্যবিধি মেনে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রশাখায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
এই বিভাগের সর্বাধিক পঠিত
