‘অমিক্রনে হাসপাতালে ৮৫% ভর্তি ঠেকায় বুস্টার ডোজ’

মেডিভয়েস ডেস্ক: অমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। জনসনের বুস্টার ডোজ নেওয়ার পর এক থেকে দুই মাস পর্যন্ত এই সুরক্ষা পাওয়া যায়। শুক্রবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় এমন দাবি করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (এসএএমআরসি) প্রধান গ্লেন্ডা গ্রে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছেন।
বুস্টার ডোজের কার্যকারিতা নিয়ে গ্লেন্ডা বলেন, ‘আমরা এই ভ্যাকসিনের বুস্টার ডোজের ৮৫ শতাংশ কার্যকারিতা পেয়েছি। এই ধরনের ভ্যাকসিনের কার্যকারিতা দুই মাস পর্যন্ত টিকে থাকে। আমরা এমনটিই দেখেছি।’
এই গবেষণার অংশ হিসেবে দেশটির চার লাখ ৭৭ হাজার ২৩৪ জন স্বাস্থ্যকর্মীকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাদের প্রায় ২ লাখ ৩৬ হাজার জনকে জনসনের বুস্টার ডোজ দেওয়া হয়।
দেশটিতে চতুর্থবারের মতো হানা দিয়েছে করোনা। আর অমিক্রনের প্রভাবেই এবার ভাইরাসটির ঢেউ চলছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিজ্ঞানীরা।
গবেষণায় দেশটিতে করোনার চতুর্থ ঢেউয়ের সময় যেসব স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছিলেন, তাদের হাসপাতালে ভর্তি এবং গুরুতর অসুস্থতা তৈরি হয় কি-না সেদিকে নজর রাখা হয়। এতে দেখা যায়, বুস্টার ডোজ নেওয়ার প্রথম দুই সপ্তাহ পর রোগীদের হাসপাতালে ভর্তি ৬৩% হ্রাস করে এই টিকা। আর এই কার্যকারিতা পরবর্তী এক থেকে দুই মাসের মধ্যে সর্বোচ্চ ৮৫% পর্যন্ত পাওয়া যায়।
গ্রে বলেছেন, জনসন অ্যান্ড জনসন ব্যবহার করে অমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে দক্ষিণ আফ্রিকার এই গবেষণা বিশ্বে প্রথম।
-
১৩ মে, ২০২২
-
১২ মে, ২০২২
-
২৯ এপ্রিল, ২০২২
-
২৫ এপ্রিল, ২০২২
-
২১ এপ্রিল, ২০২২
-
১৮ এপ্রিল, ২০২২
-
১৪ এপ্রিল, ২০২২
-
২১ মার্চ, ২০২২
-
১৯ মার্চ, ২০২২
-
১৬ মার্চ, ২০২২
স্বাস্থ্য খাতের সংস্কার প্রতিবেদনে সুপারিশ
রোগী থেকে সরাসরি টাকা গ্রহণ নয়, চিকিৎসক হবেন বেতনভুক্ত কর্মচারী
