১৪ জানুয়ারী, ২০২২ ০৮:১৯ পিএম
২০২১-২২’র এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা ১৭ জানুয়ারি

এমবিবিএস ও বিডিএস ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার বিষয়ে প্রস্তুতিমূলক সভা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মেডিভয়েস রিপোর্ট: এমবিবিএস ও বিডিএস ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার বিষয়ে প্রস্তুতিমূলক সভা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক সভা নোটিসে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সভাপতিত্বে আগামী ১৭ জানুয়ারি (সোমবার) সকাল সাড়ে দশটায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
এই বিভাগের সর্বাধিক পঠিত
