০৮ জানুয়ারী, ২০২২ ০৮:৪২ পিএম
অমিক্রন প্রতিরোধে চার পরামর্শ সিডিসি’র

করোনাভাইরাসের নতুন ধরন ‘অমিক্রন’ প্রতিরোধে চারটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধক সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন ‘অমিক্রন’ প্রতিরোধে চারটি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধক সংস্থা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। শুক্রবার (৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরামর্শগুলো হলো:
১. টিকা নিতে হবে।
২. বয়স ও সময় হলে বুস্টার নিতে হবে।
৩. ইনডোর জনসমাগমে মাস্ক পরিধান করতে হবে।
৪. পরিবারের সদস্য ও সহকর্মী নয়, এমন কারও সঙ্গে সাক্ষাতের আগে নিজের করোনা পরীক্ষা করে নিতে হবে।
সিডিসি জানিয়েছে, করোনাভাইরাসের টিকা নিরাপদ। এটি গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যু এড়াতে সাহায্য করে। পাঁচ বছরের বেশি বয়সী সবাই করোনার টিকা নিতে পারবে এবং ১২ বছরের বেশি বয়সী সবাই বুস্টার টিকা নিতে পারবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ