
ডা. নুসরাত সুলতানা লিমা
সহযোগী অধ্যাপক (ভাইরোলজি),
পিএইচডি গবেষক (মলিকুলার বায়োলজি),
ইনস্টিটিউট ফর ডেভলপিং সায়েন্স এন্ড হেল্থ ইনিশিয়েটিভস।
০৭ জানুয়ারী, ২০২২ ০২:১১ পিএম
ফ্রান্সে অমিক্রনের পর নতুন আতঙ্ক ইহু ভ্যারিয়েন্ট

ফ্রান্সে করোনার নতুন ভ্যারিয়েন্ট ইহু (IHU) বা B.1.640.2 শনাক্তের খবর পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্ট ১২ জনের মতো আক্রান্ত হয়েছেন। যে ব্যক্তির শরীর থেকে প্রথম ভ্যারয়েন্টটি শনাক্ত হয়েছে তার ক্যামেরুন ভ্রমনের ইতিহাস রয়েছে।
করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কের মধ্যেই নতুন রূপ ইহু নিয়ে সবার মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্সের একদল বিজ্ঞানী ভাইরাসের এ নতুন রূপের সন্ধান পেয়েছেন।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে কঙ্গো থেকে এ ভাইরাসের উৎপত্তি হয়েছে।
এই ভ্যারিয়েন্টটিতে ৪৬ টি পয়েন্ট পয়েন্ট মিউটেশন ও ৩৭ টি Deletion mutation রয়েছে। এতে আল্ফা ভ্যারিয়েন্টের N501Y মিউটেশন আছে যা ভাইরাসের সংক্রমন ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। আরো আছে E484K মিউটেশন যা ভাইরাসের রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে।
ভ্যারিয়েন্টটি এখনো অন্য কোন দেশে পাওয়া যায়নি বলে এটি Variant of Interest হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে সাউথ আফ্রিকায় অমিক্রন সংক্রমন যেভাবে দ্রুত বেড়ে গিয়েছিল, ঠিক সেভাবেই দ্রুত কমে যাচ্ছে। তাই আমাদের অন্তত দুইমাস কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ।