০৬ জানুয়ারী, ২০২২ ১২:৫০ পিএম

এমডি-এমএস পরীক্ষার রুটিন প্রকাশ 

এমডি-এমএস পরীক্ষার রুটিন প্রকাশ 
বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশিত হয়। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত চিকিৎসকদের রেসিডেন্সি প্রোগ্রামের ফেজ-‘এ’ ও ফেজ-‘বি’র জানুয়ারি ২০২২ এর লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশিত হয়।

বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ওই সময় সূচি অনুযায়ী, এমডি-এমএস ফেজ-‘এ’র পার্ট-১ পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি এবং পার্ট-২ পরীক্ষা ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ব্লকে সকাল সাড়ে ৯টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া এমডি-এমএস ফেজ-‘বি’র পার্ট-১ পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি এবং পার্ট-২ পরীক্ষা ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ব্লকে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

►রুটিনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত