০৫ জানুয়ারী, ২০২২ ১১:০৯ এএম
বিএসএমএমইউর নতুন ডেপুটি রেজিস্ট্রার ডা. হেলাল উদ্দিন

ডা. হেলাল উদ্দিন।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. হেলাল উদ্দিন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির সহকারী প্রক্টর হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘অর্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিনকে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাঁকে সহকারী প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সাথে তাঁকে ডেপুটি রেজিস্ট্রার পদে পদায়ন করা হলো।’
‘এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে’, বলা হয় অফিস আদেশে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
