
ডা. নুসরাত সুলতানা লিমা
সহযোগী অধ্যাপক (ভাইরোলজি),
পিএইচডি গবেষক (মলিকুলার বায়োলজি),
ইনস্টিটিউট ফর ডেভলপিং সায়েন্স এন্ড হেল্থ ইনিশিয়েটিভস।
০২ জানুয়ারী, ২০২২ ০৭:৫১ পিএম
অমিক্রন নিয়ে সুসংবাদ

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ফুসফুসের কোষকে তেমন সক্রিয়ভাবে আক্রমণ করতে পারে না। ফলে এর আক্রমণে মৃদু উপসর্গযুক্ত বা উপসর্গহীন করোনা হতে পারে।
ভ্যাক্সিনেশন বা ন্যাচারাল ইনফেকশনের ফলে সৃষ্ট T cell immunity অমিক্রনের বিরুদ্ধে ৮০-৮৫ ভাগ কার্যকর।
তবে নতুন এ ধরনের আক্রান্ত জন্য কিছু দুঃসংবাদও রয়েছে। এগুলো হলো:
ডেল্টা ও ওমিক্রন একইসাথে একই মানুষের দেহে অনুপ্রবেশ করে পারস্পরিক জিন অদলবদলের মাধ্যমে ডেলমিক্রনের জন্ম দিতে পারে, যেটি যেমন সংক্রামক, তেমন মারাত্মক। মুম্বাইয়ে জেনোমিক সিকুয়েন্সিংয়ে এক তৃতীয়াংশ ক্ষেত্রে অমিক্রন পাওয়া গেছে।
সুরক্ষায় যা করা যেতে পারে
সীমান্তগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে বাংলাদেশে তৃতীয় ওয়েভ ঠেকানো কঠিন হয়ে পড়বে।
মনে রাখবেন, এবারে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা।
দ্বিতীয় ওয়েভ থেকে আমাদের শিক্ষা নিতে হবে৷ রিঅ্যাকটিভ না হয়ে প্রোঅ্যাকটিভ হতে হবে।
দয়া করে সঠিক নিয়মে মাস্ক পরুন। অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন।