‘টিকা বিতরণে অসমতায় অমিক্রন বাড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে’

মেডিভয়েস রিপোর্ট: সংকীর্ণ জাতীয়তাবাদ এবং মজুদ করার প্রবণতায় টিকা বিতরণে অসমতার কারণে করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
নতুন বছরে দেওয়া এক বিবৃতিতে বিশ্বকে এমন সতর্কবার্তা দেন তিনি।
একই সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাবার্তায় সংক্রমণ রোধে দেশগুলো আন্তরিক হলে ২০২২ সালের মধ্যেই মহামারিকে পরাজিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংস্থাটির মহাপরিচালক।
গেব্রিয়েসুস বলেন, ‘মহামারিকে বিদায় জানানোর জন্য সবার আগে প্রয়োজন বিশ্বজুড়ে টিকা বণ্টনে সমতা। মহামারির বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো করোনা টিকা; কিন্তু সংকীর্ণ জাতীয়তাবাদ ও টিকা মজুত করার প্রবণতার কারণে বিশ্বজুড়ে করোনা টিকা বণ্টনে অসমতা সৃষ্টি হয়েছে এবং এটি দিনকে দিন বাড়ছে।’