কক্সবাজারে ৩৯তম বিসিএস কর্মকর্তাদের দ্বিতীয় বর্ষপূর্তি ও আহ্বায়ক কমিটি গঠন

মেডিভয়েস রিপোর্ট: জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে কক্সবাজার জেলায় কর্মরত ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। সোমবার (২০ ডিসেম্বর) কক্সবাজারের হোটেল সী-গালের হলরুমে অনুষ্ঠানটি পালন করা হয়েছে।
কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহারিয়ার কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক (উপপরিচালক) ডা. মো. মোমিনুর রহমান, কক্সবাজার জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমান, অতিথি হিসেবে ছিলেন ডা. আলী এহসান বিজয় (ইউএইচএফপিও, সদর উপজেলা), ডা. মাহমুদুল হক (ইউএইচএফপিও, চকরিয়া), ডা. সাবের আহমেদ (ইউএইচএফপিও, পেকুয়া), ডা. মো. মাহফুজুল হক (ইউএইচএফপিও, মহেশখালী), ডা. নোবেল বড়ুয়া (ইউএইচএফপিও, রামু), ডা. রনজন বড়ুয়া রাজন (ইউএইচএফপিও, উখিয়া)।
অনুষ্ঠানে ৩৯তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. এহেচান উল্লাহ সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. হাবিবুর রহমান রবিন এবং ডা. সুফিয়া আক্তার রুপা।
অনুষ্ঠানে ডা. হাসান শাহরিয়ার তাঁর বক্তব্যে, ৩৯তম বিসিএস স্বাস্থ্য কর্মকর্তাদের কোভিড-১৯ নিয়ন্ত্রণে যুগান্তকারী ভূমিকা পালন করার জন্য ভূয়সী প্রশংসা করেন ও কোভিড-১৯ হিরো উপাধিতে ভূষিত করেন। এছাড়াও উপজেলা, জেলা পর্যায়ে সার্বিক চিকিৎসা কার্যক্রমে অসাধারণ ভূমিকা পালন করার জন্য ধন্যবাদ প্রদান করেন। জনস্বাস্থ্য, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ল্যাবমেডিসিনসহ জনগুরুত্বপূর্ণ সাবজেক্টসমূহে ক্যারিয়ার করার জন্য উৎসাহিত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকদের জাতীয় সংগঠন বিএমএ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমানের প্রস্তাবনা এবং আমন্ত্রিত অতিথি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, চট্টগ্রাম, কক্সবাজার সিভিল সার্জন ও কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সম্মতিতে কক্সবাজার জেলার ৩৯তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের একটি আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়।
ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন ডা. হাবিবুর রহমান রবিন, যুগ্ন-আহবায়ক ডা. আলী নেওয়াজ চৌধুরি জিসান এবং সদস্য সচিব ডা. এহেচান উল্লাহ সিকদার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ৩৯তম বিসিএস কর্মকর্তারা নবগঠিত কমিটিকে করতালি দিয়ে স্বাগত জানান। সভার শেষের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মকর্তাদের জন্য স্মারক ব্লেজার উপহার প্রদান করা হয়।