২৩ ডিসেম্বর, ২০২১ ১২:৩১ পিএম
চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. শাহাদাত

ডা. শাহাদাত হোসেনের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. কাজী শাহাদাত হোসেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত দুইটার দিকে ঢাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. শাহাদাত হোসেনের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আত্মার মাগফেরাত কামনা করেছে প্রতিষ্ঠানটি।
তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন