‘অমিক্রন ছড়াচ্ছে বিদ্যুৎ গতিতে’

মেডিভয়েস ডেস্ক: অমিক্রন বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ছে এবং আগামী বছরের শুরুতে ফ্রান্সেও ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স।
শুক্রবার (১৭ ডিসেম্বর) যুক্তরাজ্য উপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টা আগে কথা বলেছিলেন তিনি।
ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রমণে প্রতিরোধের অংশ। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় ব্যবসা এবং পর্যটনের জন্য এ বিধিনিষেধ অরোপ করা হয় যুক্তরাজ্যের উপর।
এ আগে সপ্তাহের শুরুর দিকে, ইতালি, গ্রিস ও পর্তুগাল যুক্তরাজ্য থেকে আসা জনগণের উপর বিধিনিষেধ আরোপ করেছিল। যারা প্রবেশ করবে তাদের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে, এর আওতাভুক্ত থাকবেন টিকা গ্রহণ করা ব্যক্তিরাও।
এদিকে শুক্রবার যুক্তরাজ্যে প্রায় ১৫ হাজার ব্যক্তির শরীরে অমিক্রন শনাক্ত হয়েছে।
এ ছাড়াও একই দিন জার্মানি, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডে সরকার অমিক্রন প্রতিরোধে অতিরিক্ত বিধিনিষেধের ঘোষণা দিয়েছে।
সাম্প্রতিক ইইউ পরিসংখ্যান অনুসারে, ইউরোপ ইতিমধ্যে ৮৯ মিলিয়নেরও বেশি লোকের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ১.৫ মিলিয়নের মতো মানুষ মৃত্যুবরণ করেছে।
অন্যদিকে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ সাংবাদিকদের বলেছেন, অমিক্রন প্রতিরোধে চ্যালেঞ্জ গ্রহণের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ফ্রান্স, নরওয়ে ও ডেনমার্ক করোনায় ক্রমবর্ধমান সংক্রমণের কারণে উচ্চঝুঁকিতে রয়েছে।