রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ রাত সাড়ে আটটার দিকে রেসিডেন্সি কোর্সে ফলাফল প্রকাশ করা হয়েছে।’
বিএসএমএমইউর পাঁচটি অনুষদে মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৪৩৫ জন। অনুষদভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো: মেডিসিন অনুষদে ৩ হাজার ৭০৯ জন, সার্জারি অনুষদে ৪ হাজার ৪৪২ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ৬৮৮ জন, ডেনটিসট্রি অনুষদে ৬৫৭ জন এবং শিশু অনুষদে ৯৩৯ জন।
এর আগে মোট চারটি কেন্দ্রে সকাল ১০টায় এক যোগে পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়।
কেন্দ্রগুলো হলো: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস), ইডেন মহিলা কলেজ, বুয়েট পশ্চিম পলাশী ক্যাম্পাস ও বুয়েট মূল ক্যাম্পাস।
রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। তবে মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত ‘বিশেষ পরিস্থিতিতে’ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর এক মাস পিছিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ডিসেম্বরে। এবার বৈশ্বিক এ মহামারী কিছুটা কমে আসলেও পুরোপুরি নির্মূল হয়নি। এই প্রেক্ষাপটে গতবারের মতো এবারও ডিসেম্বরেই অনুষ্ঠিত হলো রেসিডেন্সি ভর্তি পরীক্ষা।