১৫ ডিসেম্বর, ২০২১ ১১:২৪ এএম
নানা আয়োজনে চমেকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নানা আয়োজনে চমেকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।
মেডিভয়েস রিপোর্ট: নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে চমেক পরিবার।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত।
বুদ্ধিজীবী দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন