০২ ডিসেম্বর, ২০২১ ১০:৩৬ এএম
ভারত থেকে এলো ৪৫ লাখ ডোজ টিকা

প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৪৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।
বুধবার (০১ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এ টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা।
তিনি বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী বুধবার রাতে আরও ৪৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। এই টিকাগুলো বাংলাদেশ সরকার ও সেরামের সঙ্গে চুক্তির ক্রয় করা টিকা।
চুক্তির আওতায় এ পর্যন্ত সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশকে মোট এক কোটি ২৫ লাখ কোভিশিল্ড টিকা প্রদান করা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
এই বিভাগের সর্বাধিক পঠিত
