০১ ডিসেম্বর, ২০২১ ১২:১২ পিএম

করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্যখাত সফল: মন্ত্রী

করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্যখাত সফল: মন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সফল হয়েছে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) আলোচনায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে। অথচ আশেপাশে দেশে এখনও অনেক মৃত্যু হচ্ছে; ইউরোপ-আমেরিকাতেও মৃত্যু হচ্ছে। আমরা অনেক ভালো আছি। আমাদেরকে ভালো রাখতে হবে। মৃত্যু কমার পেছনে আরেকটি কারণও আছে; ভালো চিকিৎসা ব্যবস্থা হয়েছে বাংলাদেশ। হাসপাতালে ওষুধ আছে, অক্সিজেন আছে। চিকিৎসক ও নার্সরা এখন প্রশিক্ষিত। তারা সাহসী এবং ব্যবস্থা ভালো আছে। সে কারণে মৃত্যুহার কম। আরেকটি কারণ হলো আমরা ভ্যাকসিন নিচ্ছি। এখন আমরা প্রায় ছয় কোটি লোককে ভ্যাকসিন দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের টার্গেট আমরা ১৩ কোটি মানুষকে ভ্যাকসিন দিব। অর্থাৎ যদি ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়ে নেয়; তাহলে আমরা নিরাপদভাবে থাকতে পারবো। আমাদের প্রায় ৫০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমাদের দেশে ভ্যাকসিনের অভাব নেই। আমাদের হাতে অনেক ভ্যাকসিন আছে। এখন আমরা আশা করি, আমাদের লোকজন যাতে এগিয়ে আসে। যাতে ভ্যাকসিন গ্রহণ করে। স্কুলের শিক্ষার্থীরাও যাতে এগিয়ে আসে। তারা ভ্যাকসিন গ্রহণ করে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের আরেকটি রুপ হলো ওমিক্রন। মিউটেশন হয়েই এ রুপটি হলো। এ ভাইরাসটি ডেল্টার চেয়েও সংক্রামক। এটি খুবই শক্তিশালী একটি ভাইরাস শোনা যাচ্ছে। এখনও প্রমান হয় নাই কিভাবে ক্ষতি করবে এবং মাস্কভেদ করতে পারবে কিনা। এই ভ্যাকসিন দিয়ে এ ভাইরাস কার্যকর হবে কিনা। ভ্যাকসিন দিয়ে দমানো যাবে কিনা; এখনও জানা যায়নি। আমাদেরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাবে। চিকিৎসার বিষয়ে আমরা আরও ভালো করে যথাযথ পদক্ষেপ নিতে পারবো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক