বাংলাদেশ থেকে ৫৯৮ জন নার্স নিবে কুয়েত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটিডের (বোয়েসেল) মাধ্যমে জরুরি ভিত্তিতে ৫৯৮ জন নার্স নিয়োগ দেবে কুয়েত। এর মধ্যে ১২৩ জন বিএসসি নার্স এবং ৪৭৫ জন ডিপ্লোমা নার্স নিয়োগ দেওয়া হবে।
২২ নভেম্বর বোয়েসেল কর্তৃপক্ষ স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।
এতে বলা হয়, ‘কুয়েতের বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী নার্স পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী নার্সদের প্রাক-যাচাইয়ের মাধ্যমে একটি ডাটাবেইজ প্রস্তুত করা হচ্ছে। আগ্রহী প্রার্থীদেরকে তাদের তথ্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিংকে লিপিবদ্ধ করার জনা অনুরোধ করা হলো।
প্রার্থীদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীর তালিকা তৈরি করে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বোয়েসেলের নির্বাচক কমিটির মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের কুয়েতে নার্স হিসাবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদের সংখ্যা:
ব্যাচলর (বিএসসি) ডিগ্রিধারী: পুরুষ ৪৩ জন, নারী ৮০ জন
ডিপ্লোমা ডিগ্রিধারী: পুরুষ ১৬৫ জন, নারী ৩১০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং
বেতন:
বিএসসি নার্স: ৩২০ কেডি বা ৮৯ হাজার ৫০০ টাকা
ডিপ্লোমা নার্স: ২৮০ কেডি বা ৭৮ হাজার টাকা
শর্তাবলী ও সুযোগ সুবিধা:
১. প্রার্থীকে অবশ্যই সরকার ব্যক্ত কোনো মেডিকেল কলেজ, ইনিস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অথবা ৩ বছর মেয়াদি ডিপ্লোমাধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২. প্রার্থীর বয়স ২৩-৪০ বছরের মধ্যে হতে হবে।
৩. ইংরেজিতে কথা বলা এবং লিখায় পারদর্শী হতে হবে।
8. দৈনিক ৮ ঘন্টা করে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে।
৫. শিক্ষানবিশকাল ৩ মাস।
৬. চাকরির মেয়াদ ৩ বছর।
৭. ভিসা নবায়ন খরচ এবং কুয়েত যাওয়া এবং চুক্তি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।
৮. বাৎসরিক ছুটি ৩০ দিনের।
৯. প্রয়োজনীয় আসবাপত্রসহ বাসস্থান, খাবার এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা কোম্পানি বহন করবে।
সম্ভাব্য খরচ:
নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি বাবদ সর্বমোট ৫২ হাজার ২৫০ টাকা প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য kuwaitcxtboeslEtorial.com এবং বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের ওয়েবসাইট www.boesl.gov.bd-এ ভিজিট করতে বলা হয়েছে।
►বিজ্ঞাপ্তিটি দেখতে ক্লিক করুন