১৭ নভেম্বর, ২০২১ ১১:০৩ এএম

৭ দফা দাবিতে পাবনা মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

৭ দফা দাবিতে পাবনা মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
হোস্টেল এবং কলেজে বিদ্যমান সমস্যা সমাধানসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মেডিভয়েস রিপোর্ট: হোস্টেল এবং কলেজে বিদ্যমান সমস্যা সমাধানসহ সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পাবনা মেডিকেল কলেজ শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) পাবনা মেডিকেলের মূল ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচি শেষে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিসমূহ:

১. কলেজ ক্যাম্পাসে দ্রুততম সময়ে হাসপাতাল স্থাপনের ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

২. হাসপাতাল স্থাপনের পূর্ব পর্যন্ত সদর হাসাপাতালে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্থায়ীভাবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করতে হবে।

৩. ছাত্র-ছাত্রীদের আবাসন সমস্যা দূরীকরণের জন্য হোস্টেল এক্সটেনশন করতে হবে।

৪. ছাত্র- ছাত্রী হোস্টেলে অনতিবিলম্বে ডাইনিং এর ব্যবস্থা করা।

৫. হোটেলে পরিচ্ছন্নকর্মী নিয়োগ এবং লাইট, ফ্যান দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে।

৬. ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার জন্য আনসার নিয়োগ, হোস্টেলে নাইট গার্ড নিয়োগ, বহিরাগতদের অবাধ বিধি নিষেধ আরোপ এবং দুই হোস্টেলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

৭. অনতিবিলম্বে কলেজ ক্যান্টিন চালু করতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত