১৬ নভেম্বর, ২০২১ ০৯:৫৯ পিএম

ব্রেনটিউমারে গণস্বাস্থ্য মেডিকেল শিক্ষার্থী পলির মৃত্যু

ব্রেনটিউমারে গণস্বাস্থ্য মেডিকেল শিক্ষার্থী পলির মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ব্রেনটিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের শিক্ষার্থী সুরাইয়া পারভিন পলি।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ভারতের টাটা মেডিকেল সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

একই মেডিকেলের ২৩তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল ইসলাম মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই বছর যাবৎ ব্রেনটিউমারে আক্রান্ত ছিলেন সুরাইয়া পারভিন। কিছুদিন আগে তিনি ফুসফুসে সাইটো ম্যাগালিতে আক্রান্ত হয়েছেন। পরে তার ফুসফুস অচল হয়ে যায়। এরপর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। আজ লাইফ সাপোর্টে অবস্থায় চিকিৎসাধীন মারা যান তিনি।

মৃত্যুকালে সুরাইয়া পারভিনের বয়স হয়েছিল ২৩ বছর। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা-মা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুরাইয়া পারভিন পলির মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক