১০ নভেম্বর, ২০২১ ০৩:০৫ পিএম
সিনিয়র স্টাফ নার্স পদে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিনন্দন

সিনিয়র স্টাফ নার্স পদে সুপারিশপ্রাপ্ত আট হাজার ১৪৪ জন নার্সকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিনন্দন। ছবি: মেডিভয়েস
মেডিভয়েস রিপোর্ট: সিনিয়র স্টাফ নার্স পদে সুপারিশপ্রাপ্ত আট হাজার ১৪৪ জন নার্সকে অভিনন্দন জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সিনিয়র স্টাফ নার্স পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। অনুগ্রহপূর্বক www.hsd.gov.bd/www.mefwd.gov.bd/www.dgnm.gov.bd/www.dghs.gov.bd/www.bnmc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্যাদির ফরম আগামী ১৮ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে আপলোড করার জন্য অনুরোধ করা হলো।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন