তিন মেডিকেলের সরেজমিন প্রতিবেদন প্রদানের নির্দেশ

মেডিভয়েস রিপোর্ট: দেশের তিন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষাক্রম চালাবার অনুমোদন নবায়নে সরেজমিন প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মেডিকেল কলেজগুলো হলো- কিশোরগঞ্জ বেসরকারি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, ঢাকার বেসরকারি ইবনে সিনা মেডিকেল কলেজ ও বেসরকারি ইউনির্ভাসেল মেডিকেল কলেজ।
মঙ্গলবার (৯ নভেম্বর) ইস্যু করা মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ বেসরকারি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, ঢাকার বেসরকারি ইবনে সিনা মেডিকেল কলেজ ও বেসরকারি ইউনির্ভাসেল মেডিকেল কলেজের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নবায়নের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে কিনা; সে বিষয়ে প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে মতামতসহ প্রতিবেদন প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
