০৪ নভেম্বর, ২০২১ ০৯:৫৩ পিএম

রেসিডেন্সি পরীক্ষায় অংশ নিতে পারবেন ৩৯ এর সরকারি চিকিৎসকরা

রেসিডেন্সি পরীক্ষায় অংশ নিতে পারবেন ৩৯ এর সরকারি চিকিৎসকরা
৩৯তম বিসিএসে যোগ দেওয়া চিকিৎসকদের রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে কোনো জটিলতা নেই। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ৩৯তম বিসিএসে যোগদান করা চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে ২০২২ সেশনের এমডি/এমএস ফেইজ-এ রেসিডেন্সি কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম অনুসারে ২০১৯ সালের ডিসেম্বরে সরকারি চাকরিতে যোগ দেওয়া এসব চিকিৎসকের রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে কোনো জটিলতা নেই। 

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিএসএমএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, তারা কমপক্ষে দুইবছর উপজেলায় চাকরি করার পর রেসিডেন্সিসহ অন্যান্য কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। ইতিপূর্বে এই দুই বছর সময়কাল চাকরিতে যোগদানের তারিখ থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন পর্যন্ত ধরা হতো। তবে এবার তা চাকরিতে যোগদানের দিন থেকে কোর্স শুরুর দিন পর্যন্ত দুই বছর গণনা করা হবে। 

এ অবস্থায় ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের চাকরিতে যোগদানের দুই বছর হলে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে ২০১৯ সালের ডিসেম্বরে যোগদান করা এসব চিকিৎসক ডিসেম্বরেই দুই বছর পূর্ণ হয়। সুতরাং মার্চ থেকে শুরু হতে যাওয়া এই কোর্সে ভর্তিতে তাদের কোনো জটিলতা নেই বলেও জানিয়েছেন বিএসএমএমইউ রেজিস্ট্রার। 

এর আগে গত ৩০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটে রেসিডেন্সি প্রোগাম মার্চ ২০২২ এমডি ও এমএসের ফেজ-এতে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়। এ কোর্সের একাডেমিক সেশন শুরু হবে আগামী ১ মার্চ ২০২২।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে এমডি/এমএস প্রোগ্রামের জন্য নির্ধারিত বিষয়গুলো দেখে আবেদন করতে পারবে।

তবে এতে ৩৯তম বিসিএসে চাকরিতে যোগদান করা চিকিৎসকদের অংশগ্রহণ করা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। নিয়ম অনুযায়ী দুই বছরের সময়কাল নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। কারণ ইন্টার্নির ক্ষেত্রে এক বছর শেষের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি উল্লেখ করা থাকলেও সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র দুই বছর সময়সীমার কথা উল্লেখ ছিল।

►আবেদনের যোগ্যতার মানদণ্ড দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক