চমেকে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, চমেক শিক্ষার্থী রক্তিম দে ও এনামুল হোসেন ওরফে সীমান্ত।
রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানা তদন্ত ইন্সপেক্টর সাদিক।
তিনি বলেন, চমেকে সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চমেকে ছাত্রলীগের সিটি মেয়র আ জ ম নাছির ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীপন্থী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার ও শনিবার দুই দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত তিনজন আহত হন। আহতরা হলেন, চমেক শিক্ষার্থী নাইমুল ইসলাম, মাহফুজুল হক এবং আকিব হোসেন। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন আকিবের ভাই তৌফিকুর রহমান।