৩১ অক্টোবর, ২০২১ ০২:১৮ পিএম

যেসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা 

যেসব কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকা 
নগরীর ১২টি স্কুলে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় ৮টি স্কুলে টিকা দেওয়া হবে। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে রাজধানীর আট কেন্দ্রে। স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আগামীকাল সোমবার (১ নভেম্বর) এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।  

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন, নগরীর ১২টি স্কুলে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে পর্যাপ্ত সুবিধা না থাকায় সব কয়টিতে অনুমোদন পাওয়া যায়নি। আপাতত আটটি স্কুলে টিকা দেওয়া হবে। 

টিকার কেন্দ্রসমূহ

১. হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, 
২. সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ,
৩. চিটাগং গ্রামার স্কুল (কুর্মিটোলা জেনারেল হাসাপাতাল), 
৪. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (পুলিশ হাসপাতাল), 
৫. মিরপুর কমার্স কলেজ (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন), 
৬. কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), 
৭. সাউথ ব্রিজ স্কুল (কুয়েত মৈত্রী হাসপাতাল), 
৮. স্কলাসটিকা স্কুল মিরপুর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। 

টিকা গ্রহণের পর কোনো শিশু অসুস্থ হলে উল্লেখিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাযথ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর জন্মসনদ দিয়ে নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা টিকা নিতে পারবে।

সূত্র জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের যথাযথ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পরে এর ভিত্তিতে জন্মসনদ দিয়ে নিবন্ধনের পর শিক্ষার্থীরা টিকা নিতে পারবে।

গত ২৮ অক্টোবর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, রাজধানীতে আগামী ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

জাহিদ মালেক বলেন, ‘১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য তালিকা শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় আমাদের তালিকা দিয়েছে, সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়কে দিয়েছি। উনারা আজকে এখানে আমাদের জানিয়েছেন। উনারাও সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৭ অক্টোবর আরও ৫০ লাখ টিকা এসেছে। হাতে দুইকোটি টিকা আছে। ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কার্যক্রম ১ তারিখ থেকে শুরু করা যাবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে টিকা দিয়ে এ কার্যক্রম শুরু করা হবে। একটু সময় নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতি দিন ৪০ হাজার টিকা দেওয়া যাবে। নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা দেশে আসবে।

ঢাকার বাইরে স্কুলশিক্ষার্থীদের কবে থেকে টিকা কার্যক্রম শুরু করা হবে—এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘ঢাকার বাইরে টিকা কার্যক্রম শুরু করতে একটু সময় লাগবে। আমরা তো সবকিছু করতে পারি না। শিক্ষা মন্ত্রণালয় তালিকা তৈরি করছে। সেই তালিকা আমরা আবার আইসিটি মন্ত্রণালয়ে পাঠায়। উনারা নিবন্ধন করার পর আমাদের কার্যক্রম।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক