৩০ অক্টোবর, ২০২১ ১১:৫০ এএম

যুক্তরাষ্ট্রে ৫ বছরের শিশুদের টিকা প্রয়োগের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রে ৫ বছরের শিশুদের টিকা প্রয়োগের সিদ্ধান্ত
সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুরা পাবে ফাইজার-বায়োএনটেকের টিকা। প্রতীকী ছবি

মেডিভয়েস ডেস্ক: পাঁচ বছর বয়সী শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৯ অক্টোবর) মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এ অনুমতি দিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুরা ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকা পাবে। প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু করোনার এ টিকা পাবে। এদের মধ্যে অনেকেই সশরীরে স্কুলে যেতে শুরু করায় ভাইরাস সংক্রমণের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, অনুমোদন পেলেও যুক্তরাষ্ট্রে এখনই শিশুদের করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে না। ডোজ কীভাবে দেওয়া উচিত সে সম্পর্কে এখনো মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরামর্শ প্রয়োজন। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি উপদেষ্টা দলের আলোচনা শেষে সিদ্ধান্ত হবে।

ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শনিবার (৩০ অক্টোবর) থেকেই ফার্মেসি, শিশু বিশেষজ্ঞদের কার্যালয়সহ বিতরণকারী বিভিন্ন জায়গায় টিকা পাঠানো শুরু করবে।

দেশটিতে ১২ বছরের বেশি বয়সীদের ৩০ মাইক্রোগ্রামের সাধারণ ডোজ দেওয়া হচ্ছে, পাঁচ বছরের শিশুদের দেওয়া হবে ফাইজার টিকার ১০ মাইক্রোগ্রাম ডোজ।

মার্কিন নীতিনির্ধারকরা জানিয়েছেন, পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়ায় ঝুঁকির তুলনায় সম্ভাব্য উপকারিতা অনেক বেশি।

এর আগে চীন, কিউবা ও সংযুক্ত আরব আমিরাতসহ হাতেগোনা কয়েকটি দেশ শিশুদের জন্য করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও