২৪ অক্টোবর, ২০২১ ০৬:৫১ পিএম

রেসিডেন্সি ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর

রেসিডেন্সি ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। শনিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান আজ রোববার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোট ৫টি অনুষদ যথা: মেডিসিন অনুষদ, সার্জারি অনুষদ, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেনটিসট্রি অনুষদ এবং শিশু অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীতে একাধিক কেন্দ্রে সকাল ১০টায় এক যোগে শুরু হবে এ পরীক্ষা।

নিয়ম অনুযায়ী, একই দিন রাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। তবে মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত ‘বিশেষ পরিস্থিতিতে’ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর এক মাস পিছিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় ডিসেম্বরে। এবার বৈশ্বিক এ মহামারী কিছুটা কমে আসলেও পুরোপুরি নির্মূল হয়নি। এই প্রেক্ষাপটে গতবারের মতো এবারও ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে রেসিডেন্সি ভর্তি পরীক্ষা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রেসিডেন্সি ভর্তি পরীক্ষা
  এই বিভাগের সর্বাধিক পঠিত