অধ্যক্ষ হলেন দুই নার্সিং কর্মকর্তা

মেডিভয়েস রিপোর্ট: দেশের দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত দুই নার্সকে অধ্যক্ষ হিসেবে পদায়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘নিম্নে বর্ণিত নার্সিং কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও প্রতিষ্ঠানে নিজবেতনে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়নক ইলা দাশ ও চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক পাবলিক হেলথ নার্স ছবি বড়ুয়া।
এতে আরও বলা হয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। অধ্যক্ষ পদে পদায়িত কর্মকর্তাদের আয়ন-ব্যয়নের দায়িত্বও পালন করবেন।’
