ঢাবির এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষায় পাস ৬৮.৪৬%

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন ৬৮.৪৬ শতাংশ পরীক্ষার্থী।
আজ সোমবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত ফলাফলে বলা হয়েছে, উপাচার্যের আদেশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি-২০২১ সনের পরীক্ষার ফলাফল সিন্ডেকেটের অনুমোদন সাপেক্ষে সাময়িকভাবে প্রকাশিত হইলো।
ফলাফলের পরিসংখ্যান নিম্নরূপ
১. মোট পরীক্ষার্থী : ৪,৮৯৩ জন,
২. অনুপস্থিত : ২৬ জন,
৩. উপস্থিত : ৪,৮৬৭ জন,
৪. উত্তীর্ণ : ৩,৩৩২ জন,
৫. রিপোর্টেড : ০০
৬. ন-স্থগিত : ৪ জন
৭. পাসের হার : ৬৮.৪৬%
ফলাফলে বলা হয়েছে, কোনো প্রকার অসঙ্গতি বা ভুল-ত্রুটি পরিলক্ষিত হইলে তাহা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করিবার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রকাশিত ফলাফল সম্পর্কে পরীক্ষার্থী অথবা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কোনো আপত্তি/অভিযোগ থাকিলে অথবা ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করিতে ইচ্ছুক হইলে ০১/১১/২০২১ তারিখের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে। উল্লেখিত তারিখের পর কোনো আপত্তি/অভিযোগ গ্রহণ করা হইবে না।
-
১৬ জানুয়ারী, ২০২২
শিক্ষাকাল পূর্ণ হওয়ার আগে রুটিন
ফাইনাল প্রফ পরীক্ষা পেছানোর দাবি রাবির মেডিকেল শিক্ষার্থীদের
-
১০ নভেম্বর, ২০২১
-
২৪ অক্টোবর, ২০২১
-
১৮ অক্টোবর, ২০২১
-
১৮ অক্টোবর, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১
-
১৭ জুলাই, ২০২১
-
১২ জুলাই, ২০২১
