০৯ অক্টোবর, ২০২১ ১০:৪৬ এএম

যৌন হয়রানির অভিযোগ শতভাগ মিথ্যা: ডা. রাফিউল 

যৌন হয়রানির অভিযোগ শতভাগ মিথ্যা: ডা. রাফিউল 
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: নারী চিকিৎসককে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন সদ্য পদচ্যুত স্বাস্থ্য অধিদপ্তরে পরিকল্পনা ও গবেষণা বিভাগের মেডিকেল অফিসার ডা. রাফিউল হাসান। তাঁর পাল্টা অভিযোগ, অন্যায় আবদার পূরণ করতে না পারায় ওই নারী চিকিৎসক এমন অভিযোগ করেছেন।

আজ শনিবার (৯ অক্টোবর) সকালে মেডিভয়েসের সঙ্গে মুঠোফোনে এ দাবি করেন তিনি।

ডা. রাফিউল বলেন, ‘এটি মোটেও সত্য না। শতভাগই মিথ্যা অভিযোগ। তিনি (নারী চিকিৎসক) একটি অবৈধ কাজের জন্য এসেছিলেন। আমি তাঁকে সাহায্য করিনি। এ কারণে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে এ অভিযোগটি করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমি স্বাস্থ্য অধিদপ্তরে কাজ করতাম। কাজ করতে গিয়ে সব সময় সবার মন জয় করা যায় না। এতে হয় তো অনেকের মন খারাপ হয়। অনেকে ক্ষুব্ধ হন।’

তাহলে আপনার ওপর ক্ষুব্ধ কোনো চক্র এর পেছনে জড়িত—এটি বলতে চাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনা প্রকাশের ধরন দেখে তাই মনে হচ্ছে।’

নিজেকে ষড়যন্তের শিকার দাবি করে ডা. রাফিউল হাসান বলেন, ‘আমি সবার দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সসম্মানে এখান থেকে উদ্ধার করেন।’

প্রসঙ্গত, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এই মেডিকেল অফিসারের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ আনেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক নারী চিকিৎসক। এর পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে বরগুনা বদলি করা হয়েছে। একইসঙ্গে অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে অধিদপ্তর।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বদলির কথা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, অধিদপ্তরে পরিকল্পনা ও গবেষণা বিভাগের মেডিকেল অফিসার ডা. রাফিউল হাসানের (৩৫তম বিসিএস) বিরুদ্ধে অভিযোগ তাঁদের কাছে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে তাকে বরগুনা জেলার একটি মফস্বল এলাকায় বদলি করা হয়েছে।

এদিকে অভিযোগ আমলে নিয়ে সরকারি চাকরিবিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ‘হয়রানির শিকার’ ওই চিকিৎসক। একই সঙ্গে নিজের যথাযথ নিরাপত্তা প্রদান ও গোপনীয়তা রক্ষার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক