চলে গেলেন কার্ডিয়াক সার্জন ডা. মুসা

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) রেজিস্ট্রার কার্ডিয়াক সার্জন ডা. শামসুল আরিফ মুসা মারা গেছেন। আজ শনিবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি গত চার বছর ধরে জিহ্বার ক্যান্সারে ভুগছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) থেকে এমবিবিএস সম্পন্ন করা ডা. মুসা ছিলেন মমেক-৩৬ ব্যাচের শিক্ষার্থী।
সামাজিক মাধ্যমে শোকের ছায়া
হাস্যোজ্জ্বল এ চিকিৎসকের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। সতীর্থ ও সহকর্মীরা ডা. মুসার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।
চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান আজ রাতে এক ফেসবুক পোস্টে বলেন, ‘একটি সম্ভাবনাময় উজ্জ্বল নক্ষত্র; সততা-নিষ্ঠা-আত্মপ্রত্যয়ের প্রতীক আমাদের মুসা। এত তাড়াতাড়ি নিভে গেলো প্রদীপ, যার আলোয় উজ্জ্বল হতে পারতো ভবিষ্যত প্রজন্ম। আমি মুসার আত্মার অনাবিল শান্তি কামনা করছি, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন।’
তাঁর মৃত্যুর খবর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান আজ সন্ধ্যায় ফেসবুকে নিজের টাইমলাইনে বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র (ম-৩৬), রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের প্রিয় ডা. মুসা ভাই কিছুক্ষণ আগে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ জিহ্বার ক্যান্সারে ভুগছিলেন। তার বিদেহী আত্মার চিরশান্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওথোর্যাসিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. রহমান এম শুভ এক পোস্টে বলেন, ‘চলে যাওয়া মানেই প্রস্থান নয়, চলে যাওয়া মানে আবার একদিন দেখা হবার উৎকণ্ঠা নিয়ে প্রবল আগ্রহে অপেক্ষা করা। প্রিয় বড়ভাই দেখা হবে আবার। ততো দিন ওপারে ভাল থাকুন। আমাকে হাতে ধরে আপনার আর LIMA Harvest শিখানো হলো না। নিজের প্রথম কেইসে আপনাকে নিয়ে করার ইচ্ছাটা আর পূর্ণ হবে না। কিছুই থেমে থাকে না ভাই, শুধু স্মৃতি আর মুখটাই যেন বেঁচে থাকে। আপনিও আমাদের মাঝেই বেঁচে থাকবেন। প্রতি মুহূর্তে যেভাবে নিঃস্বার্থভাবে আমাকে উৎসাহ দিয়ে যেতেন, তা আর কেউ কখনো দিবে বলেও মনে হয় না। কেউ পাশে দাঁড়ায়ে বলবে না, "তুই কর, কি আর আকাম করবি? কত আকাম আমি করছি? করতে থাক আমি আছি।’
এসব পোস্টের কমেন্ট সেকশনে শোক জানানোর পাশাপাশি ডা. মুসার জন্য দোয়া করেছেন শত শত চিকিৎসক, আর দুঃখ প্রতিক্রিয়া পড়েছে কয়েক হাজার।
ডা. শামসুল আরিফ মুসার মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
২৩ নভেম্বর, ২০২৩
-
২৩ নভেম্বর, ২০২৩
-
১৭ নভেম্বর, ২০২৩
-
১৬ নভেম্বর, ২০২৩
-
১৫ নভেম্বর, ২০২৩
-
১০ নভেম্বর, ২০২৩
-
০৯ নভেম্বর, ২০২৩
-
০৮ নভেম্বর, ২০২৩
-
০৪ নভেম্বর, ২০২৩

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
জোটেনি ডব্লিউএফএমইর স্বীকৃতি
চিকিৎসকদের বহির্বিশ্বে চাকরি-প্রশিক্ষণ হুমকির মুখে
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন
‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’
জোটেনি ডব্লিউএফএমইর স্বীকৃতি
চিকিৎসকদের বহির্বিশ্বে চাকরি-প্রশিক্ষণ হুমকির মুখে
