১৭ সেপ্টেম্বর, ২০২১ ১০:২৬ এএম

ভর্তি ফি ফেরত পেল নৌকাডুবিতে মৃত মেডিকেল শিক্ষার্থীর পরিবার

ভর্তি ফি ফেরত পেল নৌকাডুবিতে মৃত মেডিকেল শিক্ষার্থীর পরিবার
নৌকাডুবিতে মারা যাওয়া মেডিকেলশিক্ষার্থীর ভর্তি ফি ফেরত দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ বিল্লাহর (২০) ভর্তি ফি ফেরত পেয়েছে তাঁর পরিবার।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে পান্থপথে মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে তাঁর পরিবারের কাছে ভর্তি ফির ১৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

আরিফ বিল্লাহর সৌদিপ্রবাসী পিতা জহিরুল হক ভূঁইয়ার হাতে চেকটি তুলে দেন মেডিকেলের অধ্যক্ষ এ বি এম বায়েজিদ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন কুতুবী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. মহিউদ্দিন খোকন প্রমুখ।

গত ২৭ আগস্ট সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদের লইস্কা বিলে নৌকাডুবিতে ২৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে মেডিকেলশিক্ষার্থী আরিফও একজন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাতজনকে আসামি করে একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত বাল্কহেডের মালিক, মাঝি ও সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরিফের বাবা ও দুই চাচা সৌদি আরবের দাম্মাম নগরে ব্যবসা করেন। মা-বাবা সৌদিপ্রবাসী হওয়ায় একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে আরিফের লাশ রাখা হয়। সৌদিপ্রবাসী মা-বাবা দেশে ফেরার পর ২৯ আগস্ট সকাল ১০টায় বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট-সংলগ্ন স্থানীয় মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরিফের জানাজা সম্পন্ন হয়। পরে গ্রামের কবরে তাঁকে দাফন করা হয়।

উপজেলার চম্পকনগর গ্রামের সন্তান আরিফ পরিবারের বড় ছেলে। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এ বছর গ্রিন লাইফ মেডিকেল কলেজে (২০২০-২০২১) সেশনে ভর্তি হন তিনি। নৌকাডুবিতে তাঁর আকস্মিক মৃত্যুতে সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।

ছেলের মৃত্যুর খবর পেয়ে গত ২৮ আগস্ট রাতে দেশে ফিরে আসেন তার পিতা জহিরুল হক ভূঁইয়া ও মা পারভীন ভূঁইয়া।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক