০৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৮ এএম

চার হাজার চিকিৎসক নিয়োগের ফল প্রকাশিত হতে পারে আজ

চার হাজার চিকিৎসক নিয়োগের ফল প্রকাশিত হতে পারে আজ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় চলমান ৪২ তম বিসিএস (বিশেষ) থেকে অতিরিক্ত দুই হাজারসহ মোট চার হাজার নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে আজ। সরকারি কর্ম কমিশন (পিএসসি) চিকিৎসক নিয়োগের এ সুপারিশ করবে। 

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পিএসসির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে ৮ সেপ্টেম্বর পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ গণমাধ্যমকে বলেন, ‘৪২তম বিশেষ বিসিএসের প্রস্তুতি শেষ পর্যায়ে। ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহের শুরুতে এ ফল প্রকাশ করা হতে পারে।’

এ সময় পিএসসি সূত্রে জানা যায়, ৪২তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করতে পিএসসি কমিশনের অনুমোদন প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে আগামী রোববার সভা অনুষ্ঠিত হতে পারে। কমিশনের সভার অনুমোদন দেওয়া হলে সভা শেষে ফল প্রকাশ করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানা যায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুত সময়েই এ চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করে তাদের পদায়ন করা। 

এর আগে করোনার কারণে দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। পরে স্বাস্থ্যবিধি মেনে ও করোনার সময় বিশেষভাবে চিকিৎসক নিয়োগ দিতে কাজ করে পিএসসি। এ সময় জরুরি অবস্থাতেও সরকারের কাছে বিশেষ অনুমতি নিয়ে কাজ করে পিএসসি।

প্রসঙ্গত, করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ছয় হাজার ২২ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ৪২তম বিশেষ বিসিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক