২৯ অগাস্ট, ২০২১ ০৯:৪১ পিএম

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ 

সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ 
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

আজ রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের পরিচালকের (ইউনিট-৭) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স (বিজ্ঞপ্তির তারিখ: ০১.০৩.২০২০, ক্রমিক নম্বর-০১) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত ১১ জুন তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।’

বিজ্ঞপ্তির প্রতিলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার/নন-ক্যাডার), সিস্টেম এনালিস্ট, বিপিএসসি চেয়ারম্যানের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক