২৮ অগাস্ট, ২০২১ ০৯:৫৭ পিএম

বিএসএমএমইউতে মিডিয়া সেল উদ্বোধন

বিএসএমএমইউতে মিডিয়া সেল উদ্বোধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মিডিয়া সেলের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের দ্বিতীয় তলার ১৪৪নং কক্ষে মিডিয়া সেলের উদ্বোধন করেন। 

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সংবাদ মানুষকে আরও বেশি করে জানাতে হবে। বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে এবং দেশ-বিদেশে জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মিডিয়া সেল চালু করা হলো। এর মাধ্যমে সাংবাদিকদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্ক আরও জোরদার হবে এবং এই বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ নাজমুল করিম মানিক, অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হাকিম, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. মোঃ রসুল আমিন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ,  ভাইস-চ্যান্সেলরের পিএস-১ সহকারী অধ্যাপক ডা. মোঃ রাসেল, ভাইস-চ্যান্সেলরের পিএস-২ সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, ভাইস-চ্যান্সেলরের স্পেশাল এ্যাসাইনমেন্ট অফিসার ড. আশিকুর রহমান বিপ্লব, মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক