২১ অগাস্ট, ২০২১ ০৪:৫৮ পিএম

ডিপ্লোমা-এমফিল কোর্সে ভাতা ঘোষণা

ডিপ্লোমা-এমফিল কোর্সে ভাতা ঘোষণা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা-এমফিল (নন-রেসিডেন্সি) কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা প্রদানের ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন নন-রেসিডেন্সি এসব কোর্সে অধ্যয়নরত চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিএসএমএমইউর নন-রেসিডেন্সি এমফিল, এমমেড, ডিপ্লোমা, এমপিএইচ ইত্যাদি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা সরকারি সুযোগ-সুবিধা এবং বেতন ভাতাদি প্রাপ্য হচ্ছেন না, তাদের মাসিক ২০ হাজার টাকা করে পারিতাষিক প্রদানের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণারয় থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।’

এ অবস্থায় জুলাই ২০২০ সেশন থেকে নন-রেসিডেন্সি এমফিল, এমমেড, ডিপ্লোমা, এমপিএইচ কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের পূবালী ব্যাংকের শাহবাগ শাখায় ব্যক্তিগত ব্যাংক হিসাব খুলে পরিতোষিক গ্রহণের নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ ও প্রত্যয়ন করে বকেয়া বিলসমূহ ও প্রতিমাসের পারিতোষিক বিল পরবর্তী মাসের পাঁচ তারিখের মধ্যে পরিচালকের (অর্থ ও হিসাব) দপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট ডিপ্লোমা-এমফিল (নন-রেসিডেন্সি) কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা খুব তাড়াতাড়িই প্রদান করা হবে বলে মেডিভয়েসকে জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় হয়েছে। এটা নিশ্চিত যে, তারা খুব তাড়াতাড়িই এ ভাতা পাবেন।’ এর চার দিনের মাথায় উচ্চশিক্ষা কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের পারিতোষিকের ঘোষণা এলো।

একই দিন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান মেডিভয়েসকে বলেন, ‘কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। ২৩ কোটি আশি লাখ টাকা বরাদ্দ পেয়েছি। বেশি দিন না, অল্প সময়ের মধ্যেই ডিপ্লোমা চিকিৎসকরা তাদের ভাতা পেয়ে যাবেন। তাদের নামের তালিকা চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হবে।’

প্রসঙ্গত, রেসিডেন্সি ও এফসিপিএস কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের জন্য ভাতার ব্যবস্থা থাকলেও ডিপ্লোমা কোর্সে ভাতার ব্যবস্থা ছিল না। এতে নন-রেসিডেন্সি এসব কোর্সে অধ্যয়নরতদের মানবেতর জীবন-যাপন করতে হতো, শিক্ষাকাল ছিল চরম ভোগান্তি ও উদ্বেগের।

এ অবস্থায় স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে নন-রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের ভাতা প্রদান সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। ঐতিহাসিক এ সিদ্ধান্তের ফলে ৯ শতাধিক চিকিৎসক ভাতার আওতায় আসেন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি মাসে তাদের ২০ হাজার টাকা করে পাওয়ার কথা। তবে ১০ মাসেও এ ভাতা চালু না হওয়ায় তাদের মধ্যে হতাশা দেখা দেয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

বিএসএমএমইউ অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনীতে কথাসাহিত্যিক সেলিনা হোসেন

‘মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি চিকিৎসকদের কাছে ঋণী’

  এই বিভাগের সর্বাধিক পঠিত