০১ অগাস্ট, ২০২১ ০৩:৪৩ পিএম
প্রতারণার অভিযোগে ডা. ইশরাত রফিক গ্রেপ্তার

ডা. ইশরাত রফিক ঈশিতা।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মিরপুর থেকে প্রতারণার অভিযোগে নারী চিকিৎসক ডা. ইশরাত রফিক ঈশিতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার (১ আগস্ট) দুপুরে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. ইশরাত রফিক নিজেকে দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিতেন। এছাড়া তিনি নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, বিগ্রেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া। এজন্য তাঁকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
ডা. ইশরাত রফিককে নিয়ে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বিকেল চারটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত আরও তথ্য জানানো হবে বলেও জানান খন্দকার আল মইন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন