করোনা আক্রান্ত নার্স-মিডওয়াইফদের বিনামূল্যে ওষুধ দেবে বিকন ফার্মা

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে কোভিড -১৯ আক্রান্ত সম্মুখযোদ্ধা সকল সরকারি হাসপাতালের ও শিক্ষা প্রতিষ্ঠানের নার্স ও মিডওয়াইফসহ সংশ্লিষ্টদের বিকন ফার্মাসিউটিক্যালস বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে বলে জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
গত বৃহস্পতিবার (২৯ জুলাই) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা এ সেবা গ্রহণ করতে আগ্রহী তাদেরকে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্থানীয় এজেন্ট অথবা কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং, জনাব এস এম মাহমুদুল হক পল্লবের (মোবাইল নং- ০১৯১৩ ৩৯৭৯৮০ ও টেলিফোন নং- ০২৫৭১৬৫৩৭১-৭৬) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে নার্সিং ও মিডয়াইফারি অধিদপ্তরের পক্ষ থেকে এই মহামারীর সময়কালে নিবেদিত সম্মুখযোদ্ধা নার্স ও মিডওয়াইফদের জন্য এ মহতি উদ্যোগ নেওয়ায় বিকন ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর সংসদ সদস্য জনাব মোহাম্মদ এনামুল করিমকে ধন্যবাদ জানানো হয়।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
৩০ জানুয়ারী, ২০২৩
-
০৮ জানুয়ারী, ২০২৩
-
২৬ ডিসেম্বর, ২০২২
-
৩০ নভেম্বর, ২০২২
-
২৯ নভেম্বর, ২০২২
ফৌজদারহাট নার্সিং কলেজের
পোস্ট বেসিক বিএসসি ও পাবলিক হেলথ নার্সিং কোর্সের মেয়াদ বৃদ্ধি
-
০৩ নভেম্বর, ২০২২
-
২৩ অক্টোবর, ২০২২
-
২১ অক্টোবর, ২০২২
-
১৪ অক্টোবর, ২০২২
-
১৩ অক্টোবর, ২০২২
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
